ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
Sharenews24

অন্তর্বর্তীকালীন সরকারে কারা থাকছেন, যা জানালেন সমন্বয়ক আসিফ

২০২৪ আগস্ট ০৮ ১২:৩৩:০২
অন্তর্বর্তীকালীন সরকারে কারা থাকছেন, যা জানালেন সমন্বয়ক আসিফ

নিজস্ব প্রতিবেদক : দেশের অন্তর্বর্তীকালীন সরকার আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে শপথ নেবে। যে সরকারের প্রধান উপদেষ্টা করা হয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে।

এই সরকারে কারা থাকবেন, সে বিষয়ে স্পষ্ট করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে আসিফ জানান, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারে জায়গা যাবেন সমাজের প্রায় অনেক শ্রেণি-পেশার মানুষ।

ফেসবুক পোস্টে আসিফ লেখেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সিভিল সোসাইটির প্রতিনিধি, শিক্ষক, ছাত্র প্রতিনিধি, সংখ্যালঘু, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও আলেম সমাজের প্রতিনিধিত্ব নিশ্চিত করেই গঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকার।

এদিকে, আজ দুপুর ২টা ১০ মিনিটে দেশে ফেরার কথা রয়েছে ড. মুহাম্মদ ইউনূসের। এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুপুর ২টা ১০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে