ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে বস্তাভর্তি টাকা জব্দ

২০২৪ আগস্ট ০৭ ২৩:০০:৪০
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে বস্তাভর্তি টাকা জব্দ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় আজ বুধবার (০৭ আগস্ট) বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত একটি গাড়ি থেকে বস্তাভর্তি টাকা জব্দ করেছে ছাত্র-জনতা।

এই ঘটনায় টাকাসহ মাসুদ আলম নামের এক ব্যক্তিকে ফারদিন নামের এক শিক্ষার্থী আটক করে।

শিক্ষার্থী ফারদিন জানান, বিকেল সাড়ে ৩টার দিকে হাউসবিল্ডিং এলাকার ঢাকা-ময়মনসিংহ সিগন্যালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত একটি গাড়ি আটক করা হয়। ওই সময় গাড়ির ভেতরে বস্তা দেখতে পেয়ে আমাদের সন্দেহ হয়।

তিনি বলেন, পরবর্তীতে স্থানীয়রা মিলে বস্তাটি খুলে টাকা পেলে গাড়িতে থাকা মাসুদ আলম নামের এক ব্যক্তিসহ গাড়িটি আটক করা হয়। এই সময়ে গাড়ির চালক পালিয়ে যান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গাড়িতে থাকা মাসুদ আলমকে টাকাসহ আটক করে উত্তরা টাউন কলেজে নিয়ে ঘিরে রাখেন ছাত্ররা। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে তাকে আটক করে। বিকাল পৌনে ৫টা পর্যন্ত সেনাবাহিনী ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উত্তরা টাউন কলেজের প্রশাসনিক কর্মকর্তা সাখাওয়াত হোসেন গণমাধ্যমকে বলেন, আটক করা গাড়িটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো রয়েছে।

তবে আটক হওয়া ব্যক্তি বস্তায় থাকা টাকাগুলো নিজের অফিস কর্মচারীদের বেতনের টাকা বলে দাবি করেছেন। বস্তাটিতে আড়াই কোটি টাকা রয়েছে বলেও জানিয়েছেন ওই ব্যক্তি।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে