ঢাকা, সোমবার, ২৮ জুলাই ২০২৫
Sharenews24

কেন্দ্রীয় কারাগার থেকে বের হতে হামলা, সেনাবাহিনীর ফাঁকা গুলি

২০২৪ আগস্ট ০৬ ১২:৪৫:৩৩
কেন্দ্রীয় কারাগার থেকে বের হতে হামলা, সেনাবাহিনীর ফাঁকা গুলি

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আটক ছাত্ররা বের হওয়ার জন্য রাজধানীর কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগারে হামলা করেছে। পরে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (০৬ আগস্ট) সকালে কারাগারে এই ঘটনা ঘটে।

জানা গেছে, কারাগারে আটক থাকা আসামি যারা হামলায় আহত হয়েছেন তাদের অ্যাম্বুলেন্সে করে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

গত কয়েকদিন ধরে বন্দীদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ বন্ধ ছিল। তাদের সঙ্গে স্বজনদের সাক্ষাতের ব্যবস্থা চালুর জন্য টিকেট কাটাও সম্পন্ন করা হয়। এরমধ্যেই ছাত্র ও অন্য বন্দীরা মিলে গেইট ভাঙ্গতে চেষ্টা করে।

এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা প্রচুর ফাঁকা গুলি চালায়। পরে তারা শান্ত হয়। অন্যদিকে কারাগারের বাইরে স্বজনরা ভিড় করছে যা প্রতিনিয়ত বাড়ছে।

সকল বন্দীদের ওয়ার্ড-সেলে বন্দী করা হয়েছে। পরিস্থিতি এখন পুরোপুরি শান্ত। এ ছাড়া, কারাগারের অফিস ভবনের ছাদে টহল দিচ্ছে সেনাসদস্যরা।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে