ঢাকা, সোমবার, ২৮ জুলাই ২০২৫
Sharenews24

আজান দিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকলেন জামায়াত নেতারা

২০২৪ আগস্ট ০৬ ১২:০৫:৫২
আজান দিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকলেন জামায়াত নেতারা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় প্রায় ১৩ বছর ধরে বন্ধ ছিল। মগবাজারের কার্যালয়ের পাশাপাশি পুরানা পল্টনে জামায়াতের ঢাকা মহানগরী কার্যালয়ের দশাও ছিল একই।

টানা চার মেয়াদে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র-জনতার আন্দোলনের চাপে পদত্যাগ করতে বাধ্য হওয়ার পর পাল্টে যায় রাজনৈতিক দৃশ্যপট। স্বস্তি নেমে আসে জামায়াত-বিএনপিসহ দীর্ঘদিন কোণঠাসা হয়ে থাকা রাজনৈতিক দলগুলোর শিবিরে।

এরই অংশ হিসেবে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার (০৫ আগস্ট) রাতে আজান ও মোনাজাতের মধ্য দিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে যান জামায়াতের নেতাকর্মীরা।

সোমবার রাতে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে জামায়াতের আমিরসহ শীর্ষ নেতারা আজান ও মোনাজাতের মাধ্যমে কার্যালয়ে প্রবেশ করেন। সেখান থেকে ভিডিও বার্তায় দেশবাসী ও নেতাকর্মীদের উদ্দেশে কথা বলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নেয়। সেসময় জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি আরও জোরাল হয়।

তবে গত ১৫ বছরে সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সহিংস হওয়ার পেছনে বিএনপি ও জামায়াতকে দায়ী করে ধর্মভিত্তিক দলটি নিষিদ্ধের বিষয়ে একমত হন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতারা।

পরে সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয় জামায়াত-শিবিরের রাজনীতি।জামায়াত-শিবির নিষিদ্ধের সপ্তাহ পার না হতেই বদলে গেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি।

এরই ধারাবাহিকতায় এক যুগের বেশি সময় ধরে কার্যালয়ে দলটির নেতাকর্মীদের আনাগোনা না থাকলেও এখন সরগরম হয়ে উঠেছে।

মামুন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে