ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
Sharenews24

গণভবনে আন্দোলনকারীদের উল্লাস

২০২৪ আগস্ট ০৫ ১৫:৫০:৩১
গণভবনে আন্দোলনকারীদের উল্লাস

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘকাল জবরদখল করে অবশেষে পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন।

সোমবার (৫ আগস্ট) বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা ও শেখ রেহেনা ঢাকা ছাড়েন।

দেশ ছাড়ার পর গণভবন প্রাঙ্গণে ঢুকে পড়েছেন আন্দোলনকারীরা। নিরাপত্তা বাহিনীর ব্যারিকেড ভেঙে সোমবার (৫ আগস্ট) বেলা তিনটার দিকে তারা গণভনে ঢুকে পড়েন।

এর আগেই প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে যান শেখ হাসিনা। তার পদত্যাগে আন্দোলনকারীদের উল্লাসে ফেটে পড়তে দেখা গেছে।

অনেককে গণভবনের ভেতরে ঢুকে চেয়ার-টেবিলসহ বেশকিছু জিনিসপত্র নিয়ে বের হতেও দেখা গেছে। আবার অনেকের হাতে গণভবনের পুকুরের মাছও দেখা গেছে।

এদিকে, কারফিউয়ের দায়িত্বে থাকা সেনা সদস্যরা আন্দোলনকারীদের বাধা দিচ্ছেন না। কোথাও কোথাও সোনবাহিনীর সঙ্গে হাতে মেলাতে, কোলাকুলি করতেও দেখা গেছে আন্দোলনকারীদের।

মামুন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে