ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
Sharenews24

বিকেল ৩টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সেনাপ্রধান

২০২৪ আগস্ট ০৫ ১৪:৩৩:৫০
বিকেল ৩টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক : দেশের চলমান পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান।

আজ সোমবার (০৫ আগস্ট) আন্তবাহিনীর জনসংযোগ দপ্তর (আইএসপিআর) থেকে দুপুর ৩টায় তিনি ভাষণ দেবেন বলে জানানো হয়।

এর আগে গতকাল রোববার সারা দেশে সরকার পতনের দাবিতে সহিংসতায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ৯৯ জন নিহত হয়েছেন।

এই দিন সন্ধ্যা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়। এর পর থেকে সারা দেশে কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এদিকে সরকার পতনের দাবিতে সারা দেশ থেকে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা দেয় বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কেরা।

এরই ফলশ্রুতিতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় আন্দোলনকারীরা অবস্থান নিয়েছে।

মামুন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে