ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

চূড়ান্ত পরিণতি চান আন্দোলনকারীরা

২০২৪ আগস্ট ০৫ ১৪:৩০:১৭
চূড়ান্ত পরিণতি চান আন্দোলনকারীরা

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি এক দিন এগিয়ে আনা হয়েছে।

পরিস্থিতি বিবেচনায় কর্মসূচি এগিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ গণমাধ্যমে এই বার্তা পাঠিয়েছেন।

একই সঙ্গে আসিফ মাহমুদ ভিডিও বার্তাও দিয়েছেন। হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, নাহিদ ইসলাম, মাহিন সরকারসহ অন্য সমন্বয়ক ও সহ-সমন্বয়করাও ফেসবুকে স্ট্যাটাস বা গণমাধ্যমে বার্তা দিয়ে কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ সোমবার এ কর্মসূচি পালিত হবে। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুতই চূড়ান্ত পরিণতি চান আন্দোলনকারীরা। সে কারণেই কর্মসূচি এক দিন এগিয়ে আনা হয়েছে।

এদিকে, মঙ্গলবার এই কর্মসূচি করার কথা থাকলেও তা একদিন এগিয়ে আনা হয়। কর্মসূচি অনুযায়ী, দুপুর ২টায় রাজধানীর শাহবাগ মোড়ে জমায়েত হচ্ছেন তারা। এজন্য সারাদেশ থেকে ছাত্র-জনতাকে ঢাকায় আসার আহ্বান জানিয়েছেন সমন্বয়করা।

শিক্ষার্থীসহ সাধারণ মানুষ হত্যার বিচার দাবিতে রোববার অসহযোগ আন্দোলন ঘিরে রাজধানীসহ সারা দেশে সহিংসতা ও শতাধিক প্রাণহানির ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আবারও অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে সরকার।

কিন্তু কারফিউ এর মধ্যে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির মধ্যে রাজধানীতে বিভিন্ন স্থানে জমায়েত হচ্ছেন আন্দোলনকারীরা। তারা আন্দোলনের চুড়ান্ত পরিণতি চান। তবে সবাইকে তারা শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার আহ্বান জানিয়েছে।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে