ঢাকা, সোমবার, ২৮ জুলাই ২০২৫
Sharenews24

মাগুরায় ব্যাপক সংঘর্ষ ১ আন্দোলনকারী নিহত

২০২৪ আগস্ট ০৪ ১৪:০২:৩৫
মাগুরায় ব্যাপক সংঘর্ষ ১ আন্দোলনকারী নিহত

নিজস্ব প্রতিবেদক : মাগুরায় ব্যাপক সংঘর্ষে আজ রোববার (০৪ আগস্ট) এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে। দফায় দফায় ভাংচুর ও গুলির ঘটনা ঘটে।

কোটা সংস্কার বিরোধী আন্দোলনের অংশ হিসেবে অবস্থান নেয় ।

আজ সকাল থেকে কোটা সংস্কার বিরোধী আন্দোলনকারীরা মাগুরা শহরের ভায়না মোড়, ঢাকাররোড, পারনান্দুয়ালী, চৌরঙ্গী মোড়সহ শহরের অলিগলিতে অবস্থান নেয়।

এই সময়ে আওয়ামী পন্থী নেতাকর্মীরা, বিএনপি পন্থী নেতাকর্মীরা, সাধারণ শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের সময় গুলিতে রাব্বী নামে এক যুবক আহত হয়। পরে তাকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এছাড়াও সহিংসতায় আরো কমপক্ষে ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে। মাগুরা শহরের পরিস্থিতি থমথমে অবস্থায় রয়েছে। দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে।

শহরে মুহূর মুহূর গুলির শব্দ আর ভাংচুরের ঘটনা ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে আরও সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে