ঢাকা, রবিবার, ২৭ জুলাই ২০২৫
Sharenews24

আজ মা‌র্কিন দূতাবাসের ভিসা সংক্রান্ত সেবা বন্ধ

২০২৪ আগস্ট ০৪ ১২:৪২:২৬
আজ মা‌র্কিন দূতাবাসের ভিসা সংক্রান্ত সেবা বন্ধ

নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন‌কে কেন্দ্র ক‌রে বিরাজমান প‌রি‌স্থি‌তি বি‌বেচনায় নিয়ে আজ রোববার সব ধর‌নের ভিসা সংক্রান্ত সেবা বন্ধ রেখেছে ঢাকায় মা‌র্কিন দূতাবাস।

শ‌নিবার (৩ আগস্ট) রা‌তে ঢাকাস্থ মা‌র্কিন দূতাবাসের ফেসবু‌ক পেজে এক বার্তায় এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে। একই সঙ্গে এদিন মা‌র্কিন নাগ‌রিক‌দের প‌রি‌ষেবা সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট বা‌তিল ক‌রা হয়েছে। ফেসবু‌ক পেজের বার্তায় বলা হয়, মার্কিন দূতাবাস আগামীকাল রোববার (০৪ আগস্ট) সীমিত কার্যক্রমের জন্য খোলা থাক‌বে। তবে এদিন সব ভিসা এবং মার্কিন নাগরিক পরিষেবার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। পরবর্তী সময়ে নতুন তারিখ পুনর্নির্ধারণ করা হবে। যারা জরুরি ভ্রমণ কর‌তে চান তা‌দের উদ্দেশ্যে বলা হ‌য়ে‌ছে, জরুরি ভ্রমণ পরিকল্পনাসহ আবেদনকারীরা ustraveldocs.com -এ গিয়ে দ্রুত অ্যাপয়েন্টমেন্টের জন্য অনুরোধ করতে পার‌বেন। এর আগেও সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন ঘিরে অস্থিতিশীল প‌রি‌স্থি‌তি সৃষ্টি হওয়ায় বৃহস্প‌তিবার (১৮ জুলাই) দূতাবাস বন্ধ রাখা হয়।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে