ঢাকা, রবিবার, ২৭ জুলাই ২০২৫
Sharenews24

বিশ্ববিদ্যালয়ের ভিসি-কলেজ অধ্যক্ষদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, যা আলোচনা হলো

২০২৪ আগস্ট ০৪ ০০:২৩:৪৩
বিশ্ববিদ্যালয়ের ভিসি-কলেজ অধ্যক্ষদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, যা আলোচনা হলো

নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের অশুভ শক্তির কবল থেকে ফেরাতে ঐক্যবদ্ধ হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি-শিক্ষকে ও কলেজের অধ্যক্ষরা।

আজ শনিবার (০৩ আগস্ট) রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে এমন প্রত্যয়ব্যক্ত করেন দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, শিক্ষক ও কলেজের অধ্যক্ষবৃন্দ।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, বিএসএমএমইউ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, আইইউটি, লেদার ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, এআইইউবি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, কানাডিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউ ল্যাব, নর্দান ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ, সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও শহীদ সরোয়ার্দী মেডিক্যাল কলেজের উপচার্যরা (ভিসি)।

এছাড়া উপস্থিত ছিলেন ড. আরেফিন সিদ্দিকী, ড. আজাদ চৌধুরী, ড. আক্তারুজ্জামান ও শিক্ষক সমিতির সভাপতি ও সেক্রেটারি।

এছাড়া সিটি কলেজ, উত্তরা মডেল কলেজ, আদমজী কলেজ, ঢাকা পলিটেকনিক্যাল, বদরুন্নেসাসহ কলেজ, ইডেন কলেজ, ঢাকা কলেজ, কাজী নজরুল কলেজ, বাংলা কলেজ, বিজ্ঞান কলেজ, তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ, নিউ মডেল কলেজ, ঢাকা কমার্স কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রিয় কলেজ, সেন্ট জোসেফ, রেসিডেন্সিয়াল মডেল কলেজ, মাইলস্টোন কলেজ, ঢাকা মেডিক্যাল কলেজ, শ্যামলী টেকনিক্যাল কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে