ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বিশ্ববিদ্যালয়গুলোর হল খুলে দিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

২০২৪ আগস্ট ০৩ ২৩:০৩:০০
বিশ্ববিদ্যালয়গুলোর হল খুলে দিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক : কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বন্ধ করে দেওয়া দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর হল আগামী ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শনিবার (০৩ আগস্ট) শহীদ মিনারে সমাবেশ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এ ঘোষণা দেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলো এবং হলসমূহ অযথা বন্ধ করে রাখা হয়েছে। উপাচার্য, প্রক্টর শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে পারেনি। আমরা আগামী ২৪ ঘন্টার আল্টিমেটাম দিচ্ছি। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দিতে হবে। যদি খুলে দেওয়া না হয় তাহলে আমরা নিজ দায়িত্বে খুলে নিয়ে হলে অবস্থান করব।

তিনি আরও বলেন, আপনারা পাড়া মহল্লায় অসহযোগ আন্দোলন গড়ে তুলুন। বিক্ষোভ সমাবেশ করুন। আমরা অতি শিগগিরই ‘মার্চ টু ঢাকা’ ঘোষণা করব।

এদিকে পৃথকভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হলগুলো ২৪ ঘন্টার মধ্যে খুলে দেওয়ার আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে