ঢাকা, সোমবার, ২৮ জুলাই ২০২৫
Sharenews24

নতুন কর্মসূচি দিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

২০২৪ আগস্ট ০১ ১৯:৪৬:১১
নতুন কর্মসূচি দিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা আবারো নতুন কর্মসূচি দিয়েছে। আগামীকাল শুক্রবার (০২ আগস্ট) গণমিছিল করবে তারা। বৃহস্পতিবার (০১ আগস্ট) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, জুমার নামাজের পর প্রার্থনা ও গণমিছিল কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আরও বলা হয়, গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদ ও শিক্ষার্থীদের ৯দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল জুমার নামাজ শেষে দোয়া, শহীদদের কবর জিয়ারত ও মন্দির-গির্জাসহ সকল উপাসনালয়ে প্রার্থনার আয়োজন এবং জুমার নামাজ শেষে ছাত্র জনতার গণমিছিল অনুষ্ঠিত হবে।

এ কর্মসূচিতে দেশের সকল নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে মসজিদের ইমাম ও খতিবদের মিম্বার থেকে প্রতিবাদের ঘোষণা দেয়ার আহ্বান জানান তারা। পাশাপাশি মাদরাসার শিক্ষক ও ছাত্রদেরকে গণমিছিল বের করে আন্দোলনে একাত্মতা ঘোষণা করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে