ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে শিক্ষার্থী-আইনজীবীদের বিক্ষোভ

২০২৪ আগস্ট ০১ ১৬:৩৭:৩২
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে শিক্ষার্থী-আইনজীবীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (সিএমএম) সামনে সরকারি চাকুরিতে কোটাবিরোধী আন্দোলনে নিহতদের হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থী ও আইনজীবীরা।

আজ বৃহস্পতিবার (০১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ঢাকা আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।

এরপর দুপুর ২টা ৫০ মিনিটের দিকে তারা ঢাকা সিএমএম আদালতের সামনে মিছিল করেন। এই সময় তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থী ও আইনজীবীরা ১০ মিনিটের মতো সিএমএম আদালতের সামনে স্লোগান দিয়ে আবার ঢাকা বারের সামনে গিয়ে মিছিল শেষ করেন।

বিক্ষোভ মিছিলে শতাধিক আইনজীবী ও শিক্ষার্থী অংশ নেন। তবে মিছিল করলেও কেউ কোনো বক্তব্য দেননি।

পরে আওয়ামীপন্থী আইনজীবীরা এসে ঢাকা আইনজীবী সমিতির সামনে শিক্ষার্থীদের বাঁধা দেন।

এই সময় বাকবিতন্ডা দেখা যায়। তবে কোনো হতাহত হয়নি। পরে তাদের কিছুক্ষণ থেকে মিছিলটি শেষ হয়ে যায়।

এএসএম/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে