ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

হাইকোর্টের স্থায়ী বিচারক হিসেবে শপথ নিলেন ৯ বিচারপতি

২০২৪ জুলাই ৩০ ২০:০১:১৩
হাইকোর্টের স্থায়ী বিচারক হিসেবে শপথ নিলেন ৯ বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পাওয়া ১১ বিচারপতির মধ্যে ৯ জন স্থায়ী হিসেবে নিয়োগ পেয়েছেন। বাকি দুইজনকে আরও ছয় মাসের জন্য অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এই ৯ বিচারক হলেন- বিচারপতি মো. শওকত আলী চৌধুরী, মো. আতাবুল্লাহ, বিশ্বজিৎ দেবনাথ, মো. আলী রেজা, মো. বজলুর রহমান, কে এম ইমরুল কায়েশ, ফাহমিদা কাদের, মো. বশির উল্লাহ এবং এ কে এম রবিউল হাসান। এছাড়া বিচারপতি মো. আমিনুল ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনকে ছয় মাসের জন্য অতিরিক্ত বিচার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ২০২২ সালের ৩০ জুলাই এই ১১ জনকে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রপতি।

আজ মঙ্গলবার (৩০ জুলাই) সংশ্লিষ্ট বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, বিকেল সাড়ে তিনটার দিকে ৯ বিচারককে শপথ পড়ান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঁইঞা।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে