ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
Sharenews24

আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগে প্রধানমন্ত্রী

২০২৪ জুলাই ২৮ ২৩:১২:০১
আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার (২৮ জুলাই) বিকেলে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন তিনি।

রাজারবাগ পুলিশ হাসপাতালে প্রধানমন্ত্রী আহত পুলিশ সদস্যদের সঙ্গে বেশ কিছু সময় কাটান এবং তাদের খোঁজখবর নেন।

সরকারপ্রধান আহত পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসা এবং দ্রুত সুস্থতার জন্য সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

প্রধানমন্ত্রী গুরুতর আহত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থা দেখে এবং অমানবিক নির্যাতনের কথা শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন। এই সময় তাকে অশ্রুসজল হতে দেখা যায়।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাংগীর আলম, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব মো. নাঈমুল ইসলাম খান।

এএসএম/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে