ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
Sharenews24

‘গণহত্যার’ দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত : ব্যারিস্টার খোকন

২০২৪ জুলাই ২৮ ১৯:৩২:৪৪
‘গণহত্যার’ দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত : ব্যারিস্টার খোকন

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন মন্তব্য করেছেন, কোটা আন্দোলনে ‘গণহত্যার’ দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত।

রোববার (২৮ জুলাই) দুপুরে হাইকোর্ট প্রাঙ্গণে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, সরকার বলেছিল কোটা আন্দোলনকারীদের কিছু করা হবে না, অথচ ডিবি তাদের তুলে নিয়ে যাচ্ছে, ব্লক রেইড দিয়ে শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হচ্ছে। এটিকে সরকারের দ্বিমুখী নীতি।

ব্যারিস্টার মাহবুব বলেন, যাদের গ্রেপ্তার করা হচ্ছে, তাদের রাজনৈতিক বিরোধীতার জেরেই ঢালাওভাবে গ্রেপ্তার করা হচ্ছে।

এ সময় তিনি জাতীয় মানবাধিকার কমিশনের সমালোচনা করেন। সরকারের আজ্ঞাবহ এই কমিশনের বিলুপ্তির দাবিও করেন তিনি।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে