ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
Sharenews24

আমিরাতে সাজাপ্রাপ্ত প্রবাসীদের বিষয়ে যা বললেন তথ্য প্রতিমন্ত্রী

২০২৪ জুলাই ২৭ ২২:১৮:৪৬
আমিরাতে সাজাপ্রাপ্ত প্রবাসীদের বিষয়ে যা বললেন তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, ‘সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কোটা আন্দোলনের সাথে সংহতি দেখাতে গিয়ে সেই দেশগুলোতে অনেকেই আইনের আওতায় এসেছেন এবং সাজাপ্রাপ্ত হয়েছেন।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকার তাদের ব্যাপারে খুবই উদ্বিগ্ন।’

আজ শনিবার (২৭ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা বলেন তথ্য প্রতিমন্ত্রী।

বিবৃতিতে মোহাম্মদ আলী আরাফাত বলেন, ‘এই বিষয় ঘিরে আমাদের অন্য প্রবাসীরা যেন আর কোনো সমস্যার সম্মুখীন না হন সে বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে দূতাবাসগুলো কাজ করছে। সরকার প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে বদ্ধপরিকর।’

বাংলাদেশে কোটাবিরোধী আন্দোলনের সমর্থনে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বিক্ষোভের দায়ে ৫৭ প্রবাসী বাংলাদেশির কারাদণ্ড হয়েছে। এর মধ্যে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫৩ জনকে ১০ বছর এবং একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রবাসী ওই বাংলাদেশিরা গত শুক্রবার ইউএইর কয়েকটি রাস্তায় জড়ো হন এবং দাঙ্গা-হাঙ্গামায় উসকানি দেন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, উপসাগরীয় রাষ্ট্র ইউএইতে বিক্ষোভ নিষিদ্ধ। বাংলাদেশে কোটা আন্দোলনের পক্ষে ইউএইতে বিক্ষোভ করায় তাদের কারাদণ্ড দেওয়া হয়।

আমিরাতের একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, দণ্ডিত বাংলাদেশিরা ইউএইর কয়েকটি রাস্তায় জড়ো হয়ে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বড় ধরনের মিছিল করেন।

আমিরাতে বিনা অনুমতিতে প্রতিবাদ জানানো এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে বা সৃষ্টিতে উৎসাহিত করতে পারে, এমন বক্তব্য দেওয়া বা শাসকদের সমালোচনা করা নিষিদ্ধ।

দেশটিতে মানহানিকর বক্তব্য দেওয়া বা লেখা শাস্তিযোগ্য অপরাধ। দেশটির দণ্ডবিধিতে বিদেশি রাষ্ট্রকে হেয় করা বা সম্পর্ককে ঝুঁকিতে ফেলাও শাস্তিযোগ্য অপরাধ।

মামুন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে