ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ঢাকার সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ

২০২৪ জুলাই ১৮ ১৬:২৩:০৩
ঢাকার সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকুরীতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীর মহাখালী ও নাখালপাড়ায় রেলপথ অবরোধ করে রেখেছেন। যার কারণে বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর থেকে ঢাকার সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।

রেল যোগাযোগের অবস্থা জানিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মো. আনোয়ার হোসেন বলেন, মহাখালী ও নাখালপাড়ায় রেলপথ অবরোধ করে রাখায় ঢাকার সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।

জানা গেছে, কমলাপুর থেকে ছেড়ে যাওয়া বনলতা এক্সপ্রেস এখন তেজগাঁও স্টেশনে আটকে আছে। আর সেনানিবাস স্টেশনে আটকে আছে রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা ও শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদ, হামলাকারীদের বিচার, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত ও সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবিতে বৃহস্পতিবার সারাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন (সর্বাত্মক অবরোধ) কর্মসূচি চলছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে