ঢাকা, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
Sharenews24

জাবিতে হল ছাড়ার নির্দেশ, প্রতিবাদে প্রশাসনিক ভবন ভাঙচুর

২০২৪ জুলাই ১৭ ১৫:২৩:০৯
জাবিতে হল ছাড়ার নির্দেশ, প্রতিবাদে প্রশাসনিক ভবন ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক : কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং বিকেলের মধ্যে আবাসিক হল ছাড়ার সিদ্ধান্তের পরে প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন।

বুধবার (১৭ জুলাই) দুপুর পৌনে ২টার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিন্ডিকেট সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েন।

শিক্ষার্থীরা বিকেলের মধ্যে হল ছাড়ার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন। এ সময় তারা জুতা নিক্ষেপ এবং চেয়ার ভাঙচুর করেন।

পরে শিক্ষার্থীদের একাংশ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনের সড়কে অবস্থান নেন। সেখানে পুলিশ ও আন্দোলনকারী শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে রয়েছে।

এর আগে, বুধবার (১৭ জুলাই) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলমের সভাপতিত্বে সিন্ডিকেটের এক জরুরি সভায় বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে