ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
Sharenews24

জরুরি সিন্ডিকেট সভায় বসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়

২০২৪ জুলাই ১৭ ১২:২১:৪৭
জরুরি সিন্ডিকেট সভায় বসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক : বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ও শিক্ষার্থীদের হলত্যাগের জন্য যে নির্দেশনা দিয়েছে তা নিয়ে করণীয় ঠিক করতে জরুরি সিন্ডিকেট সভায় বসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

বুধবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ওই জরুরি সভা শুরু হয়।

সিন্ডিকেট সদস্য আবুল মনসুর আহাম্মদ সভায় উপস্থিত আছেন। তিনি সভার কথা নিশ্চিত করে জানান, সকাল ১০টায় সিন্ডিকেটের সভা শুরু হয়েছে।

উপাচার্য এ এস এম মাকসুদ কামালের কার্যালয়ের এই সভা শেষে কর্তৃপক্ষের সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে, মঙ্গলবার (১৬ জুলাই) দিনভর ব্যাপক সহিংসতার পর দেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করে ইউজিসি।

একই সঙ্গে এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগেরও নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশনা দিয়ে সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের চিঠি দেয় ইউজিসি।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে