ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫
Sharenews24

মাঝ আকাশে উত্তপ্ত বিমানের কেবিন, ফিরে এলো ঢাকায়

২০২৪ জুলাই ১১ ২০:১৫:৪০
মাঝ আকাশে উত্তপ্ত বিমানের কেবিন, ফিরে এলো ঢাকায়

নিজস্ব প্রতিবেদক : বিমান আকাশে ওঠার পর দেখা গেল ভেতরের এসি থেকে ঠান্ডা বাতাস বের হচ্ছে না। এরপর বাধ্য হয়ে মাঝ আকাশ থেকে একটি ফ্লাইট ঢাকায় ফেরত এসেছে।

ঘটনাটি আজ বৃহস্পতিবার সকালের। ঢাকা থেকে চট্টগ্রামগামী বিমানের ফ্লাইটটি সকাল ৮টায় ঢাকা থেকে রওনা হয়। তবে এসি থেকে যে বাতাস বের হচ্ছিল তাতে বিমানের কেবিন ঠান্ডা হচ্ছিল না।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, যাত্রীদের বিরক্তির বিষয়টি কেবিন ক্রুর মাধ্যমে পাইলটকে জানানো হয়। পরে পাইলট ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন।

এরপর আকাশ থেকে সকাল ৮টা ৩৫ মিনিটে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। ফ্লাইটের সকল যাত্রী সুস্থ আছেন।

ফ্লাইটটি বিমানের ড্যাশ ৮-৪০০ এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছিল। বর্তমানে এটি মেরামতের জন্য হ্যাঙ্গারে রাখা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, ফ্লাইটটি উড্ডয়নের ২০ মিনিট পর কেবিন গরম হয়ে যাওয়ায় ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেয়।

তিনি জানান, যাত্রীদের ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হয়। পরে ৯টা ৫০ মিনিটে আরেকটি ফ্লাইটে করে সেসব যাত্রীদের চট্টগ্রাম পাঠানো হয়।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে