ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
Sharenews24

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অভাবনীয় সাফল্য

২০২৪ জুলাই ০৮ ১১:১৩:৫৮
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অভাবনীয় সাফল্য

নিজস্ব প্রতিবেদক : প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রকল্প বাস্তবায়নে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ অনার্স ওয়েলফেয়ার বোর্ড কর্তৃক বাস্তবায়িত রাইজ রিইন্টিগ্রেশন অফ রিটার্নিং মাইগ্রেন্ট প্রকল্পে ২০২৩-২৪ অর্থবছরে ৯৮.১০ শতাংশ অগ্রগতি অর্জিত হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, বার্ষিক কর্মপরিকল্পনা অনুযায়ী কার্যক্রম সম্পাদনের কারণে এ অগ্রগতি হয়েছে।

জানা গেছে, প্রকল্প কর্মকাণ্ড মাঠ পর্যায়ে সফল সম্পন্ন হচ্ছে। এ প্রকল্পে কনসাল্টিং ফার্ম হিসেবে কাজ করছে আইওএম বাংলাদেশ ও সাব কনসাল্টিং ফার্ম হিসাবে ব্র্যাক, প্রত্যাশা, কেএনইউএস, ওকেইউবি, ডাব্লিউএআরবিই, বিএনএসকে, আরএএমআরইউ।

ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের নির্দেশনায় প্রকল্পের প্রধান কার্যালয়ের নিরলস চেষ্টার ফসল বলে সংশ্লিষ্টদের মতামত।

প্রত্যাগত অভিবাসীদের রিইন্টিগ্রেশনের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব ব্যাংকের ঋণ সহায়তায় এ প্রকল্প কার্যক্রম শুরু করেন। উন্নয়নের শ্রোতধারা আনার লক্ষ্যে সরকারের বার্ষিক উন্নয়নের মধ্যে এটি একটি উল্লেখযোগ্য কার্যক্রম।

বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আবশ্যক কাজে অন্তর্ভুক্তিকরণসহ বৃহৎ ডাটাবেজ তথ্য অন্তর্ভুক্তির এবং প্রত্যেক প্রবাস ফেরত কর্মীকে ব্যাংক হিসাবে প্রণোদনা ১৩ হাজার ৫০০ টাকা করে দেয়া হচ্ছে।

এ অর্থ বছরে গৃহীত অন্যান্য কার্যক্রমের মধ্যে ৬০৬২৫ জন প্রত্যাগত অভিবাসীকে এ অর্থ দেয়া হয়েছে। সেমিনার ও ওরিয়েন্টশন সহ মতবিনিময় সভার মাধ্যমে জনগণকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর বহুমুখী সেবা কার্যক্রম অবহিত করা হচ্ছে।

প্রকল্প পরিচালক বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তথা ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের পরামর্শ ও সহযোগিতায় অর্থ বছরে উল্লেখযোগ্য বাস্তবায়ন অগ্রগতি সম্ভব হয়েছে।

তিনি বলেন, সরকারিভাবে বাস্তবায়িত বিশ্বের বৃহত্তর রি ইন্টিগ্রেশন কার্যক্রমে থাকতে পেরে প্রধানমন্ত্রীসহ সরকারের বিভিন্ন পর্যায়ে কর্মরত ব্যক্তিদের কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা কার্যক্রম বাস্তবায়নের সহযোগিতা করেছেন।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে