ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
Sharenews24

বন্যা নিয়ে দুঃসংবাদ জানালেন দুর্যোগ প্রতিমন্ত্রী

২০২৪ জুলাই ০৬ ১৮:২৯:২০
বন্যা নিয়ে দুঃসংবাদ জানালেন দুর্যোগ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কার কথা জানালেন।

আজ শনিবার (০৬ জুলাই) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, সারা দেশে বন্যায় প্রায় ২০ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, সারা দেশে এই পর্যন্ত ১৫টি জেলা বন্যার কবলে পড়েছে। এতে প্রায় ২০ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এসব এলাকায় ৩ কোটি ১০ লাখ টাকা নগদ এবং ৮ হাজার ৭০০ মেট্রিক টন চাল দেওয়া হয়েছে।

মো. মহিববুর রহমান আরও জানান, বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হতে পারে। আগামী মাসে আবারও বন্যা দেখা দিতে পারে। আক্রান্ত হতে পারে আরও বিভিন্ন জেলা।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে