ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
Sharenews24

কোটাবিরোধী আন্দোলনকারীদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

২০২৪ জুলাই ০৬ ১৫:৫৯:২২
কোটাবিরোধী আন্দোলনকারীদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়ক অবরোধ করে রেখেছেন।

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আজ শনিবার বেলা পৌনে ১১টা থেকে মহাসড়কের নগরজলফৈ এলাকায় অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অবরোধের কারণে উত্তরবঙ্গের ১৬ জেলাসহ মোট ২৪ জেলায় যাতায়াত করা যানবাহন ও যাত্রীরা আটকা পড়ে। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। যত সময় বাড়ছে, যানবাহনের সারি তত দীর্ঘ হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শিক্ষার্থীরা সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয় চত্বরে সমবেত হয়ে বিশ্ববিদ্যালয়ের গাড়িতে চেপে ওই মহাসড়কের নগরজলফৈ এলাকায় এসে সড়কে অবস্থান নেন।

এই সময় তাঁরা কোটা বাতিলের দাবিতে নানা স্লোগান দেন। মুহূর্তেই রাজধানী ও উত্তরবঙ্গমুখী সব যানবাহন আটকা পড়ে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে যানজটের পরিস্থিতিও খারাপ হচ্ছে।

তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ প্রশাসন সেখানে অবস্থান করছে।

মামুন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে