ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
Sharenews24

কর্মচারী আচরণ বিধিমালায় পরিবর্তন আনছে সরকার

২০২৪ জুলাই ০৫ ১৪:৫৭:৩৪
কর্মচারী আচরণ বিধিমালায় পরিবর্তন আনছে সরকার

নিজস্ব প্রতিবেদক : মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানিয়েছেন, দুর্নীতি কমাতে সরকারি কর্মচারী আচরণ বিধিমালায় পরিবর্তন আসছে। হালনাগাদ করা হচ্ছে শুদ্ধাচার নীতিমালাও। এক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার (০৪ জুলাই) সচিব সভা শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব। মাঠপর্যায়ে সরকারি অফিসে সাধারণ মানুষ কতটা সেবা পাচ্ছে তা জোরালোভাবে মনিটরিং করা হবে বলেও জানান তিনি।

শুদ্ধাচার পুরস্কার পাওয়া সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদ অর্জন করেছেন। দুদক তার বিপুল সম্পদ জব্দও করেছে।

এনবিআরের মতিউর, ফয়সালসহ পুলিশ ও প্রশাসনের কয়েকজনের দুর্নীতির তথ্যেও হতবাক সরকার। এ অবস্থায় সচিব সভারও এজেন্ডা ছিল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার এবং সুশাসনের বিষয়টি।

সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ অনুসারে ৫ বছর পর পর সম্পদের হিসাব জমা দিতে হয়। নতুন প্রেক্ষাপটে উচ্চ আদালত প্রতি বছর সম্পদের হিসাব জমা দেয়ার নির্দেশনা দিয়েছেন।

আবার বেনজীরের মতো কর্মকর্তারা শুদ্ধাচার পুরস্কার পাওয়ায়-এর যাচাই বাছাই নিয়েও হচ্ছে তীব্র সমালোচনা। এক্ষেত্রে নীতিমালা ও আচরণ বিধিমালায় পরিবর্তন আনার কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

মো. মাহবুব হোসেন বলেন, বর্তমানে যেই শুদ্ধাচার নীতিমালাটি রয়েছে, সেটি প্রায় ১০ বছর আগের করা। এটি বর্তমানে আপডেট করার চিন্তাভাবনা করছি। এছাড়া ১৯৭৯ সালের করা আচরণ বিধিটি করার কার্যক্রম চলছে। সেটির অগ্রগতি সম্পর্কে জেনেছি। খুব দ্রুতই এটি চূড়ান্ত হয়ে যাবে বলে আশা করছি।

এছাড়াও সরকারি অফিসে সেবা পেতে সাধারণ মানুষের দূর্ভোগ-অনিয়ম ও দুর্নীতির শিকার হওয়ার অভিযোগের বিষয়ে আরও জোরালোভাবে মনিটরিং করা হবে বলে জানিয়েছেন তিনি।

জানা গেছে, সচিব সভায়, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ইশতেহার ও নতুন বাজেট কার্যকরভাবে বাস্তবায়নে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশনা নিয়েও আলোচনা হয়েছে।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে