ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
Sharenews24

প্রধানমন্ত্রীর স্পেন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

২০২৪ জুলাই ০৪ ২০:৪০:১৬
প্রধানমন্ত্রীর স্পেন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সফরে স্পেন যাবেন। এর আগে প্রধানমন্ত্রী বহুপাক্ষিক অনুষ্ঠানে অংশ নিতে স্পেন সফর করেছেন। এই সফরে ইউরোপের সঙ্গে বাংলাদেশের বড় এবং ঘনিষ্ঠ যোগাযোগ তৈরির ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

দেশটির সরকার প্রধানের আমন্ত্রণে আগামী ২১ থেকে ২২ জুলাই এই সফরটি হতে পারে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, এই সফরে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর সঙ্গে রাজনৈতিক সম্পর্ক বাড়ানো, বিনিয়োগ, অভিবাসন এবং বিশ্বে চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে বাংলাদেশ তার অবস্থান তুলে ধরবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সূত্রে জানা গেছে, বাংলাদেশ স্পেনের সঙ্গে অর্থনৈতিক যোগাযোগ আরও বাড়াতে চায়। এছাড়া স্পেনেরও বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তৈরিতে আগ্রহ রয়েছে। বৈশ্বিক অঙ্গনে স্থিতিশীলতা, শান্তি প্রতিষ্ঠা, জলবায়ু পরিবর্তন, খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে একসঙ্গে কাজ করতে চায় ঢাকা-মাদ্রিদ। প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্পেন সফর দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাবেক পররাষ্ট্র সচিব মো: শহিদুল হক বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে স্বাধীনতার পর থেকেই দাতা-গ্রহীতা সম্পর্ক ছিল। গত ১৫ বছর ধরে সেই সম্পর্ক পরিবর্তিত হয়ে এখন উন্নয়ন সহযোগী হিসেবে রূপ নিয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর গত ১৫ বছর ধরে ইউরোপের দেশগুলোর সঙ্গে সম্পর্ক তৈরির ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি পাল্টানোর উদ্যোগ নেয়। এ সময় সরকার ইইউর সঙ্গে রাজনৈতিক সম্পর্ক বাড়ানোর চেষ্টা করে। এর অংশ হিসেবে ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে দুই পক্ষ থেকে অনেকগুলি সফর হয়েছে।

তিনি আরও বলেন, গত ১০ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেদারল্যান্ডস, ফ্রান্স, ইতালি, বেলজিয়াম, জার্মানিসহ বিভিন্ন দেশ সফর করেছেন। ইতিমধ্যে এসব সফরের কারণে বাংলাদেশের সঙ্গে ইউরোপের দেশগুলোর ইতিবাচক সম্পর্ক তৈরি হয়েছে।

এদিকে গতবছর ফ্রান্সের প্রেসিডেন্ট ঢাকা সফর করে গেছেন। স্বাধীনতার পর ফ্রান্সের কোন প্রেসিডেন্টের সেটি ছিল প্রথম বাংলাদেশ সফর।

কূটনৈতিক বিশ্লেষক ও অধ্যাপক ড: ইমতিয়াজ আহমেদ বলেন, গত ১৫ বছরে ইউরোপের দেশগুলোর সঙ্গে সম্পর্কের নতুন দিক তৈরি হয়েছে। আগে সম্পর্কটা ছিল দাতা গ্রহীতার সম্পর্ক। এখন বিভিন্ন ইস্যুতে একসঙ্গে কাজ করার ক্ষেত্রে তৈরি হয়েছে।

তিনি বলেন, ইউরোপ ইউনিয়নের দেশগুলোর মধ্যে স্পেনের অবস্থান অনেক গুরুত্বপূর্ণ। তাই প্রধানমন্ত্রীর স্পেন সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে ইইউতে বাংলাদেশের যে স্বার্থ রয়েছে সেটিও ভালোভাবে রক্ষা করা যাবে।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী এই সফরে রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির উপরও জোর দেবেন। বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর প্রস্তাব করা হবে স্পেনকে। বর্তমানে স্পেন থেকে বিনিয়োগ সরাসরি কম। তবে বিদ্যুৎ খাতে স্পেনের বহুজাতিক কোম্পানিগুলোর আগ্রহ রয়েছে। অন্তত ২০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে এসব কোম্পানি অংশগ্রহণ করেছে।

জানা গেছে, প্রধানমন্ত্রীর স্পেন সফরে অভিবাসন ইস্যুটিও প্রাধান্য পাবে। বর্তমানে ওই দেশে ৭ হাজারেরও বেশি বাংলাদেশি অবস্থান করছেন। ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ইতালিতে সবচেয়ে বেশি বাংলাদেশি রয়েছেন।

এছাড়া অন্যান্য দেশগুলোতেও বাংলাদেশিরা বসবাস করছেন। স্পেন বরাবরই অভিবাসন বান্ধব দেশ। সেখানে অভিবাসীদের কাজ করে টিকে থাকার সুযোগ বেশি।

এদিকে, গত ছয় বছর ধরেই ইউরোপীয় ইউনিয়নে অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশীদের ফেরত আনার প্রক্রিয়া চলমান। অনেক দেশ এর মধ্যে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠিয়েছে এবং অবৈধ বাংলাদেশিরা সেসব দেশে কিছুটা অস্বস্তি নিয়েই থাকছে।

তবে স্পেন থেকে এখনো কোন অবৈধ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি। এমনকি সে দেশ থেকে অনুরোধ করা হয়নি।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে