ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
Sharenews24

পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম

২০২৪ জুলাই ০৪ ১৮:১০:৫২
পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক : পারিবারিক কোন্দলের জেরে এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। বুধবার (০৩ জুলাই) রাত সাড়ে ১০টায় নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের পাংকারচর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই পুলিশ কর্মকর্তার নাম ইমরান কাজী। তিনি পাংকারচর গ্রামের নজীর কাজীর ছেলে ও সুপ্রিম কোর্টের সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য কাজী বশির আহমেদের ছোট ভাই।

ইমরান পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে গোপালগঞ্জের কোটালিপাড়ায় কর্মরত আছেন। ইতনা ইউনিয়নের বিট পুলিশের উপপরিদর্শক (এসআই) সুজিত গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ইমরানের বড় ভাই কাজী বশির আহমেদ বলেন, আহত ইমরান কাজীকে চিকিৎসার জন্য প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. খবির হোসেন গণমাধ্যমকে বলেন, বুধবার রাত সাড়ে ১০টার দিকে গ্রামের বাড়িতে ফিরছিলেন ইমরান। পথিমধ্যে পাংকারচর গ্রামের পাকার মাথা বটতলা এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের লোকজন তাকে রাস্তায় ফেলে কুপিয়ে পালিয়ে যায়।

তিনি বলেন, এ খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে যাওয়ার পথে আহত ইমরান কাজীর সঙ্গে দেখা হয়। মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে