ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
Sharenews24

তিন বছরে সর্বোচ্চ রেমিট্যান্স এলো জুনে

২০২৪ জুলাই ০১ ২০:১২:৩৭
তিন বছরে সর্বোচ্চ রেমিট্যান্স এলো জুনে

নিজস্ব প্রতিবেদক : বৈশ্বিক অর্থনীতিতে নানা সংকটের মধ্যেও স্বস্তির খবর দিচ্ছে রেমিট্যান্স বা প্রবাসী আয়। সদ্যবিদায়ী জুন মাসে আড়াই ২.৫৪ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছে দেশে।

বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১১৮ টাকা হিসাবে) এর পরিমাণ প্রায় ২৯ হাজার ৯৯৫ কোটি টাকা। এটি গাত ৩৫ মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স।

সোমবার (০১ জুলাই) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। এ ছাড়া ২০২৩-২৪ অর্থবছরের পুরো সময়ে এসেছে প্রায় ২৩.৯১ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে জানা যায়, জুনে ২৫৪ কোটি ২০ হাজার ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিরা। এটি তিন বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স।

এর আগে, সবশেষ ২০২০-২১ অর্থবছরের জুলাইয়ে আড়াই বিলিয়ন ডলার অতিক্রম করেছিল। ওই সময় এসেছিল ২৫৯ কোটি ৮২ লাখ ডলারের রেমিট্যান্স।

এদিকে, সদ্যবিদায়ী অর্থবছরের মে মাসে রেমিট্যান্স এসেছে ২২৫ কোটি ৩৮ লাখ ডলারের। সে হিসাবে, মে মাসের তুলনায় জুনে ২৮ কোটি ৮২ লাখ ডলার বেশি এসেছে।

এছাড়া গত বছরের জুন মাসে এসেছিল ২১৯ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্যান্স।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে