ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
Sharenews24

আবারো ভারত সফরে যাচ্ছেন শেখ হাসিনা

২০২৪ জুন ১৪ ০০:২৮:৩০
আবারো ভারত সফরে যাচ্ছেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক : আবারো ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২১ জুন পূর্বনির্ধারিত দ্বিপাক্ষিক সফরের অংশ হিসেবে দিল্লি যাচ্ছেন তিনি।

গত ৮ জুন সর্বশেষ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে দেশটিতে গিয়েছিলেন শেখ হাসিনা।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ভারত সফরের এই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে নির্ভরযোগ্য কূট‌নৈ‌তিক সূত্র।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সফর পূর্বনির্ধারিত ছিল। তারই অংশ হিসেবে প্রধানমন্ত্রী আগামী ২১ জুন দুই দিনের সফরে দি‌ল্লি যা‌চ্ছেন।

সূত্রটি আরো জানায়, এবারের সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে, গত ৯ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে ৮ জুন দেশটিতে সফরে যান শেখ হাসিনা।

বিশ্বের অন্যান্য অতিথিদের সঙ্গে আমন্ত্রিত হয়ে সেখানে অংশ নেন সরকারপ্রধান। শপথ অনুষ্ঠানে যোগদান শেষে ১০ জুন দেশে ফেরেন।

শেয়ারনিউজ, ১৩ জুন ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে