ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

ইতালিতে নতুন রাষ্ট্রদূত রকিবুল হক

২০২৪ জুন ১০ ১১:৪০:৫০
ইতালিতে নতুন রাষ্ট্রদূত রকিবুল হক

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক এ. টি. এম. রকিবুল হককে ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত নি‌য়ে‌ছে সরকার। তিনি বর্তমান রাষ্ট্রদূত ম‌নিরুল ইসলা‌মের স্থলাভিষিক্ত হ‌বেন।

রোববার (০৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় থে‌কে পাঠা‌নো এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ‌্য জানা‌নো হ‌য়ে‌ছে।

পররাষ্ট্র ক্যাডারের ২০তম ব্যাচের পেশাদার কূটনীতিক র‌কিবুল হক ২০২১ সাল থে‌কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালকের দা‌য়িত্ব পালন কর‌ছেন।

এর আগে তি‌নি নয়া দি‌ল্লির বাংলা‌দেশ মিশ‌নে ডেপুটি হাইক‌মিশনার ছি‌লেন।

কূটনীতিক র‌কিবুল হক ইসলামাবাদ, হেগ ও নিউইয়র্কে বাংলাদেশের মিশনে বি‌ভিন্ন প‌দে দা‌য়িত্ব পালন ক‌রে‌ছেন।

র‌কিবুল হক পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে গুরুত্বপূর্ণ প‌দে কাজ ক‌রে‌ছেন। তি‌নি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তি‌নি দুই সন্তানের জনক।

শেয়ারনিউজ, ১০ জুন ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে