ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

খুলনার ৩ উপজেলায় জামানত হারাচ্ছেন ১৯ প্রার্থী

২০২৪ জুন ১০ ১০:১৮:২৯
খুলনার ৩ উপজেলায় জামানত হারাচ্ছেন ১৯ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক : খুলনার ডুমুরিয়া, পাইকগাছা ও কয়রা উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে ৪৪ জন প্রার্থীর মধ্যে ১৯ জন প্রার্থী জামানত হারাচ্ছেন।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহমেদ জানান, কোনো প্রার্থী মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত করে নির্বাচন কমিশন।

সে অনুযায়ী মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পাওয়া প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাইকগাছা উপজেলা চেয়ারম্যান পদে মোট প্রদত্ত ভোট ৮৪ হাজার ১৯৭। ৬ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের কৃষ্ণপদ মন্ডল ১ হাজার ৪৯, স্বতন্ত্র মো. আছাদুল বিশ্বাস ৪৮০ ও স্বতন্ত্র স ম শিবলী নোমানী রানা ১ হাজার ৫৯৯ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মোট প্রদত্ত ভোট ৮৪ হাজার ৯৩। প্রার্থী ছিলেন মোট ৯ জন। এর মধ্যে এসএম হাবিবুর রহমান ৪ হাজার ২৭৮ ভোট, ফরহাদ হোসেন ফয়সাল ৮ হাজার ৫৯৫ ভোট, মিলন মোহন মন্ডল ৩ হাজার ২৮৫ ভোট, মো. বজলুর রহমান ৯ হাজার ৪৯১ ভোট, মো. বাবুল শরীফ ৬ হাজার ৪৫৫ ভোট, মো. শিয়াবুদ্দীন ফিরোজ ৫ হাজার ৫৮৫ ভোট ও মো. সিরাজুল ইসলাম ১০ হাজার ৯ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন।

এ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট প্রদত্ত ভোট ৮৪ হাজার ৯১। প্রার্থী ছিলেন ৪ জন। এর মধ্যে ইয়াসমিন বুসরা ৬ হাজার ৪৭০ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন।

কয়রা উপজেলা চেয়ারম্যান পদে মোট প্রদত্ত ভোট ৬৮ হাজার ১৬৭। ৩ প্রার্থীর মধ্যে ৩ হাজার ৫৫৪ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন স্বতন্ত্র অনাদী সানা। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মোট প্রদত্ত ভোট ৬৮ হাজার ১৬৯। প্রার্থী ছিলেন মোট ৯ জন।

এর মধ্যে আব্দুর রব খোকন ২ হাজার ৮১৭ ভোট, আব্দুর রাজ্জাক ৪ হাজার ৮৯২ ভোট, কমলেশ কুমার সানা ৩ হাজার ৭৫৫ ভোট, দিলীপ কুমার বৈরাগী ৩ হাজার ১০ ভোট, মো. দিদারুল ইসলাম ১ হাজার ৯১৩ ভোট, মো. শফিকুল ইসলাম মোল্লা ১ হাজার ৭০০ ভোট ও শেখ আব্দুর রশিদ ৪ হাজার ৪ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন। এ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান ৩ প্রার্থীর কেউ জামানত হারাচ্ছেন না।

ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান পদের ৩ প্রার্থী, ভাইস চেয়ারম্যান ৪ প্রার্থী ও মহিলা ভাইস চেয়ারম্যান ৩ প্রার্থীর কেউ জামানত হারাচ্ছেন না।

শেয়ারনিউজ, ১০ জুন ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে