ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

ইতালির ভিসাপ্রত্যাশী সিলেটিরা কঠোর আন্দোলনে যাচ্ছেন

২০২৪ জুন ০৯ ১৯:৪০:৪১
ইতালির ভিসাপ্রত্যাশী সিলেটিরা কঠোর আন্দোলনে যাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক : ইতালি যাওয়ার জন্য ভিসার আবেদন করে থাকেন দেশের অনেকেই। ভিসা পেতে দেরি হওয়ায় সিলেট বিভাগের অনেকেই উচ্চশিক্ষা বা কাজের জন্য ইতালি যেতে পারছেন না। তারা শুধু ভিসাই পাচ্ছেন না এমন নয়, পাসপোর্টও ফেরত পাচ্ছেন না। ভুক্তভোগীদের অভিযোগ ইতালীয় দূতাবাসের তৃতীয় পক্ষ ‘ভিএফএস গ্লোবাল’-এর অনিয়মের কারণে এমনটি হচ্ছে।

এ অবস্থায় রোববার (৯ জুন) সিলেটি ভুক্তভোগীরা মহানগরের মির্জাজাঙ্গালস্থ হোটেল নির্ভানা ইন-এ অবস্থিত ভিএফএস গ্লোবাল কার্যালয়ের সামনে অব্স্থান কর্মসূচি পালন করবেন।

বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন রাজু আহমদ নামের একজন। তিনিও ইতালির ভিসাপ্রত্যাশী এবং সিলেট মহানগরের বাসিন্দা।

শনিবার (৮ জুন) সন্ধ্যায় রাজু সিলেটভিউ-কে জানান- ইতালির ভিসা প্রাপ্তিতে বহুজাতিক ভিসা প্রসেসিং সার্ভিস সংস্থা (ভিএফএস)-এর কাছে জিম্মি হয়ে পড়েছি সিলেট বিভাগের হাজারো যুবক-তরুণ। আমরা বাধ্য হয়ে আন্দোলনের পথ নিয়েছি। তবে আন্দোলনটি হবে শান্তিপূর্ণ।

রোববার বেলা ১১টায় ভিএফএস গ্লোবাল কার্যালয়ের সামনে আমরা আমাদের ভিসা অথবা পাসপোর্ট দ্রুত পাওয়ার দাবিতে গণঅবস্থান কর্মসূচি পালন করবো। পরবর্তীতে আসতে পারে অন্য কর্মসূচি।

তিনি বলেন- সিলেট বিভাগ ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা রয়েছে। কারণ- দেশের হাজার হাজার তরুণ-যুবকের ইউরোপের স্বপ্ন ধুলোয় মিশিয়ে দিচ্ছে এই ভিএফএস। খোদ এই সংস্থার ভেতরেই দালালরা অবস্থান করছেন।

জানা গেছে, ভাগ্য পরিবর্তনের জন্য সিলেটের অনেক যুবক-তরুণ ইতালি যেতে চেয়েছিলেন, কিন্তু ঘটেছে বিপত্তি। অনেকে তাদের পূর্বের পেশা ছেড়ে দিয়েছেন।

কিন্তু একদিকে যেতে পারেননি ইতালি, অন্যদিকে বেকার অবস্থায় পরিবারের খরচ চালাতে অর্থনৈতিকভাবেও প্রতিনিয়ত হচ্ছেন বিপর্যস্ত। তারা কেউই ভাবেননি- ভিসা পেতে; এমনকি পাসপোর্ট ফিরে পেতে এত সময় লাগবে। এরকম অবস্থায় তারা অন্য কোনো দেশেও চেষ্টা করতে পারছেন না।

তাই সুসংবাদ শোনার অপেক্ষায় তারা ইতালি দূতাবাসের থার্ড পার্টি ভিএফএস গ্লোবালের সিলেট ও ঢাকা অফিসের সামনে দাঁড়িয়ে থাকেন প্রায় প্রতিদিন। দীর্ঘদিন অপেক্ষার পর এবার তারা নিচ্ছেন আন্দোলনের পথ।

ভুক্তভোগিদের অভিযোগ- স্পন্সর নিয়ে ভিএফএস গ্লোবালের মাধ্যমে ইতালির ভিসার আবেদন করে পাসপোর্ট জমা দিয়েছিলেন তারা। কিন্তু বছর পার হওয়ার পরও তারা ভিসা বা পাসপোর্ট কিছুই পাচ্ছেন না। এদের মধ্যে অনেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের প্রবাসী ছিলেন। তাদের পাসপোর্টে ওইসব দেশের ভিসা ছিল। কিন্তু পাসপোর্ট পেতে দেরি হওয়াতে তাদের ওই ভিসার মেয়াদও চলে গেছে।

তারা জানান- ভিসার জন্য পাসপোর্ট ও কাগজপত্র জমা দেয়ার ক্ষেত্রে ভিএফএস থেকে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। এ ছাড়া কিছু সময়ের জন্য সুনির্দিষ্ট সময়ে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের স্লট খুলে দেয়া হয়।

অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের জন্য আগে থেকে যারা ভিএফএস-কে অর্থ দিয়ে রেখেছেন, তারাই সে সময়টি জানেন এবং সে সময়ে অ্যাপয়েন্টমেন্ট পান। এসব অ্যাপয়েন্টমেন্টের সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকায়, যার কাছ থেকে যত পারে, তত টাকা আদায় করা হচ্ছে।

ভুক্তভোগিরা বলেন- অনেকেই ভিএফএস-র নিয়ম অনুযায়ী দিনের একটি নির্দিষ্ট সময়ে ভেতরে প্রবেশ করে কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করেন। কিন্তু প্রতিদিনই তাদেরকে হতাশ হয়ে ঘরে ফিরতে হয়।

গত কয়েক মাস ধরে বিষয়টি নিয়ে রাজধানী ঢাকাস্থ ইতালি দূতাবাস কিংবা ভিএফএস কার্যালয়ের সামনে প্রায় দিন বিক্ষোভ করছেন দেশটিতে যেতে ইচ্ছুক সিলেটি তথা বাংলাদেশিরা।

এসব বিক্ষোভে হাজারো ভুক্তভোগী প্ল্যাকার্ড হাতে নিয়ে অবস্থান করেন। কিন্তু সমাধান হয় না সমস্যার।

শেয়ারনিউজ, ০৯ জুন ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে