ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
Sharenews24

‘দেড় লাখ টাকা বেতনের চাকরির প্রস্তাব আমার আছে’

২০২৪ জুন ০৯ ১৭:৩২:১১
‘দেড় লাখ টাকা বেতনের চাকরির প্রস্তাব আমার আছে’

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার বর্তমান অভিনেত্রী শিরিন শীলা। চলচ্চিত্রের বাইরেও ব্যক্তিগত জীবনের নানা কর্মকাণ্ড নিয়ে কথা বলেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী জানান, অভিনয় ছাড়াও যে কোনো কোম্পানি থেকে দেড় লাখ টাকা বেতনে চাকরির প্রস্তাব রয়েছে তার।

শিরিন শিলা বলেন, ‘আমি একজন শিক্ষিত অভিনেত্রী। আমার অনার্স-মাস্টার্সে ফার্স্ট ক্লাস রেজাল্ট। অভিনয়ের পরেও আমি চাইলে চাকরি করতে পারি। যেকোনো কোম্পানি থেকে আমার দেড় লাখ টাকা স্যালারিতেও চাকরির অফার রয়েছে।’

তবে অভিনয় ছেড়ে এখনই চাকরি করবেন কি না সে বিষয়ে সন্দিহান শিলা। অভিনেত্রীর কথায়, ‘যেহেতু আমার গ্রাজুয়েশন কমপ্লিট, চাইলে এখনও চাকরি করতে পারব বা ভবিষ্যতে বয়স বেড়ে গেলে তখনও করতে পারব।

তিনি বলেন, আমি মনে করি, পড়াশোনা আমার আজীবনের ফসল। যেটা মৃত্যুর আগপর্যন্ত বহন করতে পারব।’

শিরিন শিলা বলেন, ‘ইদানিং একটা ট্রেন্ড চলছে কে কত বেশি দামি জামা পরতে পারে। কে বেশি দামের ঘড়ি পড়বে।

আমি অনেক নায়িকাকে দেখেছি, তারা বলছে- আমার ঘড়ির এতো টাকা দাম, পোশাকের এতো টাকা দাম- তবে আমি মনে করি এসব বলা ঠিক নয়।’

বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন অভিনেতা টুটুল চৌধুরীবাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন অভিনেতা টুটুল চৌধুরী

সম্প্রতি মুক্তি পেয়েছে শিরিন শিলা অভিনীত ‘ঘর ভাঙা সংসার’ সিনেমাটি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মনোয়ার হোসেন ডিপজল।

এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আঁচল আঁখি, বড়দা মিঠু, মধুয়া মধু, কিশোর, মিশা সওদাগরসহ আরও অনেকে।

উল্লেখ্য, শিরিন শীলা গত বছর আলোচনায় আসেন এক প্রতিবন্ধী ছেলেকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর। এরপরই জানা যায়, ছেলেটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন কাজ করেছে।

শেয়ারনিউজ, ০৯ জুন ২০২৪

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে