ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

ঢামেকে সাংবাদিকদের সঙ্গে কথা না বলতে নোটিশ

২০২৪ জুন ০৮ ২০:৪৯:৫৪
ঢামেকে সাংবাদিকদের সঙ্গে কথা না বলতে নোটিশ

নিজস্ব প্রতিবেদক : গত ৪ জুন ঢাকা মেডিকেল কলেজ (ডিএমএইচ) হাসপাতাল থেকে এক নবজাতক চুরি হয়। এ ঘটনায় নিহতের বাবা শাহবাগ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

তবে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে ক্যামেরার সামনে কথা বলেননি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

এবার হাসপাতালের অন্য কেউ যাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে না পারে সেজন্য তিনি নোটিশ দেন। গত মঙ্গলবার (৪ জুন) এ নোটিশ দেওয়া হয়। বিষয়টি প্রকাশ্যে আসে শনিবার (৮ জুন)।

নোটিশে বলা হয়েছে, ‘সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আগত বিভিন্ন ইলেক্ট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার প্রতিনিধির সঙ্গে এ হাসপাতালে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত সাক্ষাৎকার বা বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।’

এ বিষয়ে ঢামেকে কর্মরত কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের বলেন, এর আগেও হাসপাতালে বেশ কয়েকজন পরিচালক এসেছেন। তারা এ ধরনের কোনো নোটিশ দেননি।

তিনি আরো বলেন, বর্তমান পরিচালক এ ধরনের নোটিশ কেন দিলেন সে বিষয়টি আমরা বলতে পারছি না। এটার জবাব তিনিই ভালো দিতে পারবেন।

শেয়ারনিউজ, ০৮ জুন ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে