ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

ঝাড়ুদার দিয়ে প্রসূতিকে প্রসব করানোর অভিযোগ, নবজাতকের মৃত্যু

২০২৪ জুন ০৮ ২০:৩৯:৫৫
ঝাড়ুদার দিয়ে প্রসূতিকে প্রসব করানোর অভিযোগ, নবজাতকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : পাবনার ঈশ্বরদীর জম জম স্পেশালাইজড হাসপাতালে ঝাড়ুদার দিয়ে সন্তান প্রসবের অভিযোগ উঠেছে জিমু খাতুন (১৮) নামে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় ওই প্রসূতির নবজাতকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ জুন) মধ্যরাতে এই ঘটনা ঘটে। প্রসূতি বিশেষজ্ঞ জিমু নাটোরের লালপুর উপজেলার মাঝ গ্রামের সাইদুর রহমানের স্ত্রী। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

প্রসূতির স্বামী সাইদুর রহমান জানান, আমার অন্তঃসত্ত্বা স্ত্রীকে গত ৬ জুন জমজম হাসপাতালে নিয়ে ডা. নাফিসা কবিরকে দেখানো হয়। তিনি ইসিজি এবং আল্ট্রাসাউন্ডসহ প্রয়োজনীয় পরীক্ষাগুলি করেছেন এবং বলেছেন সবকিছু স্বাভাবিক।

এরপর পরদিন (৭ জুন) জিমুর প্রসব বেদনা শুরু হলে রাত ১টায় জমজম হাসপাতালে ভর্তি করি। ডা. নাফিসা আবারও প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করেন এবং বলেন সব স্বাভাবিক আছে। আগামী ২ ঘণ্টার মধ্যে স্বাভাবিক ডেলিভারির সম্ভাবনা আছে।

এরপর ওই চিকিৎসক বাসায় চলে যান। রাত ৩টার দিকে প্রসূতির তীব্র ব্যথা শুরু হলে, তাকে ডেলিভারির জন্য ওটিতে নিয়ে যাওয়া হয়। এসময় ডা. নাফিসা হাসপাতালে ছিলেন না। নার্স ও ঝাড়ুদারেরা ডেলিভারি করান। কিছুক্ষণ পর আমাকে বলা হয় মৃত সন্তান হয়েছে।

এরপর ডা. নাফিসা কবীর হাসপাতালে এসে একই কথা বলেন। তিনি আরও বলেন, প্রসূতির অবস্থা আশংকাজনক। পরে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় সাইদুর রহমান বাদী হয়ে শনিবার (৮ জুন) সকালে ডা. নাফিসা কবির, ঝাড়ুদার ও আয়া পারুল, সাথী ও রাসেলের নাম উল্লেখ করে ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

হাসপাতালটির মালিক ও ডা. নাফিসা কবীর বলেন, ‘পুলিশ প্রশাসনের কাছে বক্তব্য দিয়েছি। এ ব্যাপারে আর কারো সঙ্গে কোনো কথা বলতে চাই না।’

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘প্রসূতির স্বামীর লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

শেয়ারনিউজ, ০৮ জুন ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে