ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

পুলিশ পরিচয়ে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করাই তাদের কাজ

২০২৪ জুন ০৮ ১৮:২৩:৩৯
পুলিশ পরিচয়ে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করাই তাদের কাজ

নিজস্ব প্রতিবেদক : প্রায় সময়ই ভূয়া পুলিশের খপ্পরে মানুষ। এ সময় তারা মানুষকে আটক করে অর্থ আদায় করে থাকেন। এমনই তিন পুলিশ পরিচয়ধারী তিন প্রতারককে আটক করেছে জামালপুর সদর থানা পুলিশ।

শুক্রবার (৭ জুন) রাতে জামালপুর শহরের একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- গাইবান্ধার সাঘাটা উপজেলার বাসিন্দা জাকির হোসেন ওরফে ইমন চৌধুরী (৪০) ও সুন্দরগঞ্জ উপজেলার বাসিন্দা সোহেল রানা (২১)। ইমন চৌধুরীর শ্বশুরবাড়ি জামালপুর শহরের কাচারি পাড়ায় বলে জানিয়েছে পুলিশ। অপর আটক সারফিন আহমেদ তানভীরের (২৫) বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলায়।

জামালপুর সদর থানার এসআই নজরুল ইসলামের নেতৃত্বে আটকের সময় তাদের কাছ থেকে পুলিশের ব্যবহার্য ভেস্ট, পুলিশের তিনটি ব্যাজ, পুলিশের লোগো সম্বলিত তিনটি চাবির রিং, তিনটি মাস্ক উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, তারা তিনজনই দামি মোবাইল হ্যান্ডসেট ব্যবহার করে। ইমন চৌধুরীর ব্যবহৃত মোবাইলের বাজারমূল্য দুই লাখ টাকা এবং বাকি দুইজনের ব্যবহৃত মোবাইলের দাম দেড় লাখ টাকা।

জামালপুর সদর থানার ওসি মহব্বত কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিন ভুয়া পুলিশকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে পুলিশের ব্যবহারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তারা হোটেলে থেকে বিভিন্ন জায়গায় গিয়ে পুলিশ পরিচয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে।

পুলিশের এই কর্মকর্তা আরো জানান, আটক আসামীদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

শেয়ারনিউজ, ০৮ জুন ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে