ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

ঈদে ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

২০২৪ জুন ০৮ ১৬:১০:৫৫
ঈদে ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক : এবার পবিত্র ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীরা টানা পাঁচদিনের ছুটি পাচ্ছেন। আগামী ১৪-১৮ জুন পর্যন্ত ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা।

আরও বড় খবর হলো ছুটি শেষে ওই সপ্তাহের দুইদিন বুধ ও বৃহস্পতিবার (১৯ ও ২০ জুন) ছুটি ম্যানেজ করতে পারলে তার সঙ্গে আবারো সাপ্তাহিক ছুটি মিলে তা ৯ দিনে গিয়ে দাঁড়াবে। ১৭ জুন ঈদ হবে, আর ছুটি কাটানো যাবে ১৪ থেকে ২২ জুন পর্যন্ত।

শুক্রবার (০৭ জুন) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে জিলহজ মাসেরচাঁদ দেখা গেছে। এরফলে শনিবার (০৮ জুন) থেকে শুরু হয়েছে জিলহজ মাস। আরবি এ মাসের ১০ তারিখে ঈদুল আজহা।

সেই হিসাবে ১৭ জুন (সোমবার) দেশে পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদ উদযাপিত হবে।

এ উপলক্ষে আগামী ১৬, ১৭ ও ১৮ জুন (রোব, সোম ও মঙ্গলবার) সরকারি ছুটি থাকবে। তবে ঈদের ছুটির আগে ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) দুদিন সাপ্তাহিক ছুটি।

সেজন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি শুরু হবে ১৪ জুন থেকে। তারা ছুটি কাটাবেন ১৮ জুন পর্যন্ত।

শেয়ারনিউজ, ০৮ জুন ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে