ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
Sharenews24

কালোটাকা বৈধ করার সুযোগ বাতিলের জোর দাবি টিআইবি'র

২০২৪ জুন ০৬ ২২:৪১:২৮
কালোটাকা বৈধ করার সুযোগ বাতিলের জোর দাবি টিআইবি'র

নিজস্ব প্রতিবেদক : ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কালো টাকা পাচারের অনৈতিক সুযোগ ফিরিয়ে আনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে।

প্রস্তাবিত বাজেট নিয়ে আজ বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে টিআইবি কালোটাকা সাদা করার ঢালাও সুযোগ বাতিল করতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, কালোটাকা সাদা করার এমন সুযোগ দেওয়ার নিশ্চয়তা দেওয়ার মাধ্যমে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জন করতে যেন সরকারিভাবে উৎসাহিত করা হচ্ছে। সরকার দায়মুক্তির নিশ্চয়তা দিয়ে প্রকারান্তরে নাগরিককে দুর্নীতিগ্রস্ত হওয়ার আহ্বান জানাচ্ছে।

রাজস্ব বাড়ানোর খোঁড়া যুক্তিতে দুর্নীতি ও অনৈতিকতার গভীর ও ব্যাপকতর বিকাশকে স্বাভাবিক বিষয়ে পরিণত করা হচ্ছে বলে মনে করেন ইফতেখারুজ্জামান।

তিনি বলেন, দুর্নীতিকে লাইসেন্স দেওয়ার এই প্রক্রিয়া চিরতরে বন্ধ হবে।

কালোটাকা সাদা করার সুযোগ বাতিলের দাবি জানিয়ে টিআইবির বিবৃতিতে বলা হয়, এমন সুবিধা সৎ ও বৈধ আয়ের ব্যক্তি করদাতাকে নিরুৎসাহিত করবে।

পাশাপাশি এর আওতায় ঘোষিত অর্থসম্পদের ব্যাপারে কোনো কর্তৃপক্ষের প্রশ্ন করার সুযোগ না রাখা, দেশে দুর্নীতিসহায়ক পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে।

কালো টাকার মালিকদের সম্পদের উৎস খুঁজে বের করে কার্যকর জবাবদিহিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে টিআইবি।

শেয়ারনিউজ, ০৬ জুন ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে