ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

ইতিবাচক প্রবণতায় শেয়ারবাজার

২০২৪ জুন ০৪ ১৫:১৭:০৭
ইতিবাচক প্রবণতায় শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক : দিনভর উত্থান পতনের মিশ্র প্রবণতা শেষে সপ্তাহের তৃতীয় দিন আজ মঙ্গলবার (০৪ জুন) শেয়রবাজারে সূচক ও লেনদেনে ঊর্ধ্বমূখী প্রবণতা দেখা গেছে। আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ১১.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৪৭ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৪.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৪২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৫২ পয়েন্টে।

আজ ডিএসইতে ৫৯৩ কোটি ০৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৩৯১ কোটি ৫৪ লাখ টাকার।

আজ ডিএসইতে ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮১টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৯টির।

অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএই) আজ লেনদেন হয়েছে ৯৩ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট। আগের দিন লেনদেন হয়েছিল ৭৭ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

এদিন সিএসইতে ২২১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি প্রতিষ্ঠানের।

আগের দিন লেনদেন হয়েছিল ২২২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। এরমধ্যে দর বেড়েছিল ৭৯টির, কমেছিল ১১৫টির এবং অপরিবর্তিত ছিল ২৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট।

শেয়ারনিউজ, ০৪ জুন ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে