ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

রাজধানীতে পুলিশ বক্সে আগুন দিলো অটোরিকশা চালকরা

২০২৪ মে ১৯ ১৯:৫১:২৬
রাজধানীতে পুলিশ বক্সে আগুন দিলো অটোরিকশা চালকরা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরের কালশীতে ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়েছে বিক্ষুব্ধ অটোরিকশা চালকরা।

অটোরিকশা বন্ধের প্রতিবাদে আজ রোববার ( ১৯ মে ) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে কালশী মোড়ে অবস্থিত ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেয় বিক্ষোভকারীরা।

বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, কালশীতে আন্দোলনকারীরা সহিংস আন্দোলন করছে। তারা কালশী মোড়ে অবস্থিত একটি পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয়। এটি একটি ট্রাফিক পুলিশ বক্স। আমরা ঘটনাস্থলে রয়েছি, এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

এর আগে অটোরিকশা চালকরা এই সড়কে যান চলাচল বন্ধ করে আগুন ধরিয়ে দেয়। এছাড়া মিরপুরের বেনারসি গ্রামের ৪ নম্বর সড়কে অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সেখানে কয়েকটি গাড়ি ভাঙচুরও করেন অটোরিকশা চালকরা। এতে বাসের যাত্রীরা আতঙ্কিত হয়ে বাস থেকে নেমে পড়েন।

দুপুর ১টার দিকে অটোরিকশা চালকরা কালশী সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। এই সময় অনেকের হাতে লাঠিসোঁটা দেখা যায়। তারা গাড়ি ভাংচুরও করে। তারা রাস্তার মাঝখানে দড়ি টেনে যান চলাচল বন্ধ করে দেয়।

উল্লেখ্য, গত ১৫ মে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে না দেওয়ার নির্দেশ দেন। বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভায় তিনি ওই নির্দেশ দেন।

সেতুমন্ত্রী বলেন, ঢাকায় কোনো ব্যাটারিচালিত রিকশা চালানো যাবে না। এক্ষেত্রে শুধু নিষেধাজ্ঞা আরোপ করলেই চলবে না, তা যাতে চলতে না পারে তা নিশ্চিত করতে হবে। এছাড়া ২২টি মহাসড়কে রিকশা ও ইজিবাইক চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

শেয়ারনিউজ, ১৯ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে