ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

পঞ্চম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করলেন বাবর আলী

২০২৪ মে ১৯ ১০:১২:২৯
পঞ্চম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করলেন বাবর আলী

নিজস্ব প্রতিবেদক : পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন এবার বাবর আলী। তিনি হিমালয়ের শীতল শৃঙ্গ জয় করতে গত ১ এপ্রিল রওনা হন।

আজ রোববার (১৯ মে) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় তিনি এভারেস্টের চূড়ায় আরোহণ করেন। অভিযানের প্রধান সমন্বয়ক ফারহান জামান বেস ক্যাম্প দলের এই তথ্য নিশ্চিত করে জানান,

চূড়াটি পাহাড় থেকে ১৫,৫০০ ফুট উপরে। সকাল সাড়ে ৮টায় তিনি সেখানে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।

তবে অভিযান এখনও শেষ হয়নি, বাবরের আসল লক্ষ্য শুধু এভারেস্ট নয়, বিশ্বের চতুর্থ সর্বোচ্চ পর্বত লোটসেও। রোববার তিনি ক্যাম্প-৪-এ নেমে মধ্যরাতে আবারও দ্বিতীয় গোলের পথে যাত্রা শুরু করবেন। সব অনুকূলে থাকলে ভোরে পৌঁছে যাবেন এর চূড়ায়।

এর আগে কোনো বাংলাদেশি চূড়ায় ওঠেনি এবং কোনো বাংলাদেশি একই অভিযানে দুটি আট হাজার চূড়া আরোহণ করতে পারেনি। তাই লক্ষ্য পূরণ হলে বাবর আলী এই বিপজ্জনক খেলাটি করবেন, বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হবে।

চলতি বছরের ১ এপ্রিল নেপালের উদ্দেশে দেশ ছাড়েন বাবর আলী। পর্বতারোহণের প্রয়োজনীয় অনুমতিপত্র ও সরঞ্জাম কেনার কাজ শেষ করে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে লুকলার উদ্দেশ্যে রওনা হন তিনি।

এক সপ্তাহের ট্রেকিং শেষে পৌঁছে গেলেন এভারেস্টের বেস ক্যাম্পে। সেখান থেকেই শুরু হয় মূল প্রচারণা। পাহাড়ের চূড়ায় পৌঁছাতে প্রায় দুই মাস সময় লাগে তার।

যাত্রা শুরুর আগে বাবর আলী বলেন, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করা অনেকেরই স্বপ্ন। প্রতি বছর হাজার হাজার পর্বতারোহী এভারেস্টের পথে হাঁটেন। কিন্তু এভারেস্টের চূড়ায় ওঠার পর বাংলাদেশ একই সঙ্গে আরেকটি পর্বতশৃঙ্গে ওঠার চেষ্টা করেনি। আমি সেই চ্যালেঞ্জ নিয়েছি। অর্থাৎ একই অভিযানে আমি মাউন্ট এভারেস্ট এবং চতুর্থ সর্বোচ্চ পর্বত মাউন্ট লোটজে আরোহণ করব। '

৩৩ বছর বয়সী বাবর আলী চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। এরপর শুরু হয় তার চিকিৎসা পেশা। তবে থিতু হননি। চাকরি ছেড়ে বিদেশে পাড়ি জমান।

শেয়ারনিউজ, ১৯ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে