ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

শান্তি মিশনে গিয়ে নারী কর্মকর্তার সঙ্গে পরকীয়া, সেই এসপির শাস্তি

২০২৪ মে ১৭ ২৩:২০:১৯
শান্তি মিশনে গিয়ে নারী কর্মকর্তার সঙ্গে পরকীয়া, সেই এসপির শাস্তি

নিজস্ব প্রতিবেদক :জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গিয়ে অধিনস্ত এক নারী কর্মকর্তার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন এসপি মো. মোক্তার হোসেন। ঘটনা জানাজানি হলে তিনি শাস্তিও পান।

শাস্তি হিসেবে ২৪ তম বিসিএস থেকে আসা এই কর্মকর্তার দুই ধাপ অবনমন হয়েছে। সর্বশেষ তিনি পিবিআইয়ে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিশন) কক্সবাজারে এসপি পদে দায়িত্বরত ছিলেন।

ওই নারী পুলিশ কর্মকর্তার অভিযোগের পর দীর্ঘ তদন্ত শেষে এই পুলিশ কর্মকর্তাকে দুই বছরের জন্য নিম্ন পদে নামিয়ে গুরুদণ্ড দেওয়া হয়েছে।

গত ৮ মে এই সংক্রান্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান।

জানা যায়, ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে ছিলেন মোক্তার হোসেন। সেখানে আরও একবছর আগে থেকে ছিলেন অভিযোগকারী নারী ইন্সপেক্টর। সেখানে জোরপূর্বক তাকে ধর্ষণের অভিযোগ করা হয়।

এরপর বিয়ের প্রলোভনে তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক তৈরি হয়। উভয় কর্মকর্তা ছুটিতে ঢাকায় এসেও অনৈতিক সম্পর্ক বজায় রাখেন।

আরও জানা যায়, একপর্যায়ে বিয়ে না করায় ২০২১ সালের ১৩ এপ্রিল ওই নারী কর্মকর্তা পুলিশের আইজির কাছে লিখিত অভিযোগ করেন।

শান্তিরক্ষা মিশনে কন্টিনজেন্টের কমান্ডার থাকাবস্থায় ক্ষমতার অপব্যবহার করে নারী সদস্যদের উত্যক্ত করারও অভিযোগ করেন ওই নারী পুলিশ কর্মকর্তা।

দীর্ঘ তদন্ত শেষে এসপি মোক্তারকে দুই ধাপ অবনমনের শাস্তি দেওয়া হয়।

শেয়ারনিউজ, ১৭ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে