ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

ক্রেতা সেজে বসুন্ধরা সিটি থেকে আইফোন চুরি করতেন তিনি

২০২৪ মে ১৭ ১৭:৫৪:০২
ক্রেতা সেজে বসুন্ধরা সিটি থেকে আইফোন চুরি করতেন তিনি

নিজস্ব প্রতিবেদক : আইফোন চুরির অভিযোগে রাসেল ওরফে সাগর নামে একজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৬ মে) বসুন্ধরা সিটি শপিং মলের বেজমেন্টের একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন মিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গ্রেপ্তার মো. রাসেল প্রকাশ সাগর (২৮) বসুন্ধরা সিটির মোবাইল ফোনের দোকানে ক্রেতা সেজে ঢুকে আইফোন চুরি করতেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার রাসেল শুধু আইফোন চুরি করে বিভিন্ন দোকানে বিক্রি করে দিতেন। তার মূল টার্গেট বসুন্ধরা শপিং মলের মোবাইল ফোনের দোকানগুলো।

দোকানগুলোতে ভিড়ের মধ্যে ক্রেতা সেজে ঢুকে সেলসম্যান অন্যমনস্ক হলে আইফোন নিয়ে পালিয়ে যেতেন রাসেল।

বৃহস্পতিবার একটি দোকান থেকে কৌশলে আইফোন নিয়ে পালিয়ে যাওয়ার সময় দেখে ফেলেন সেলসম্যান। পরে তাকে আটক করা হয়।

রাসেলের বিরুদ্ধে অন্তত চারটি দোকানে ক্রেতা সেজে চুরির প্রমাণ মিলেছে বলে পুলিশ জানায়।

শেয়ারনিউজ, ১৭ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে