ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

গেজেট ছাড়াই ৫ বছর চেয়ারম্যান, সব সুবিধা ফেরতের নির্দেশ

২০২৪ মে ১৬ ২৩:১০:৩৩
গেজেট ছাড়াই ৫ বছর চেয়ারম্যান, সব সুবিধা ফেরতের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : ২০১৯ সালে ফেনীর ছাগলনাইয়া উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন মেজবাউল হায়দার চৌধুরী। তিনি ৫ বছর দায়িত্ব পালন করেন। তবে গেজেট ও শপথ না থাকায় গত ৫ বছরে নেওয়া সব সরকারি সুযোগ-সুবিধা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার ( ১৬ মে ) ৫ বছর আগে জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

রায়ে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী আব্দুল হালিমের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এক শতাংশ ভোটারের স্বাক্ষর জটিলতার কারণে তার প্রার্থিতা বাতিল করা হয়।

এছাড়া অপর প্রার্থী আ স ম শহীদুল্লাহ মজুমদারের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন আদালত। খেলাপির কারণে তার প্রার্থিতা বাতিল করা হয়।

আবদুল হালিম ও শহিদুল্লাহ মজুমদারের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার এসএম কফিল উদ্দিন।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এএফ হাসান আরিফ ও আজি উল্লাহ ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মইনুল হাসান।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল হালিম ও শহীদুল্লাহ মজুমদারের প্রার্থিতা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন।

ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান পদে মেজবাউল হায়দার চৌধুরী সোহেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে বাতিল হওয়া দুই প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেতে রিট করেন।

একই সঙ্গে সোহেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ার ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করা হয়। ২০১৯ সালে হাইকোর্ট এসব বিষয়ে রুল জারি করে।

সম্প্রতি সম্পূরক আবেদন করে আগামী ৫ জুন অনুষ্ঠিত উপজেলা নির্বাচন স্থগিত রাখার আবেদন করেছিলেন। তা খারিজ হয়ে যায়। তিনি আরও বলেন, আইনি জটিলতায় মেজবাউল হায়দার শপথ নিতে পারেননি এবং গেজেট হয়নি। তাই রায় পাওয়ার তিন মাসের মধ্যে তাকে সব সরকারি সুযোগ–সুবিধা ফেরত দিতে বলা হয়েছে।

শেয়ারনিউজ, ১৬ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে