ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

ঢাকায় সৌদি ইমিগ্রেশন, হজযাত্রীদের জন্য স্বস্তি

২০২৪ মে ১৬ ২০:৪৭:৩৬
ঢাকায় সৌদি ইমিগ্রেশন, হজযাত্রীদের জন্য স্বস্তি

নিজস্ব প্রতিবেদক : হজযাত্রীরা যাত্রা শুরুর ছয় থেকে আট ঘণ্টা আগে রাজধানীর উত্তরার আশকোনা হজ ক্যাম্পে পৌঁছান। সেখানে অভিবাসন শেষে হজযাত্রীদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসা হয়। এরপর বিমানবন্দরের ভেতরে সৌদি ইমিগ্রেশনে নিয়ে যাওয়া হয়।

আগে সৌদি বিমানবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশনের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো হজযাত্রীদের। এটি এখন শাহজালাল বিমানবন্দরে করা হচ্ছে। ভোগান্তি কমায় স্বস্তি প্রকাশ করেছেন পুণ্যার্থীরা।

গত বৃহস্পতিবার ঢাকা থেকে হজ ফ্লাইট শুরু হয়। বুধবার পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ তিনটি এয়ারলাইন্সের ৫১টি ফ্লাইটে মোট ২০ হাজার ২৯১ জন হজযাত্রী সৌদি আরব গেছেন। চলতি বছর হজ পালনে সৌদি আরব যাবেন ৮৫ হাজার ২৫৭ জন।

হজযাত্রীরা বলছেন, হজ ক্যাম্পে বাংলাদেশের ইমিগ্রেশন হচ্ছে। হজ ক্যাম্প থেকে হজযাত্রীদের নিয়ে যাওয়া লাগেজ আলাদা গাড়িতে করে বিমানে তোলা হচ্ছে। সৌদি বিমানবন্দরে নামার পর হজযাত্রীদের লাগেজ আলাদা গাড়িতে করে হোটেলে পৌঁছে দেওয়া হয়। তারা আরও বলেন, আগে সৌদি বিমানবন্দরে যাওয়ার পর ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো হজযাত্রীদের। এটা এখন শাহজালাল বিমানবন্দরে হচ্ছে।

সপরিবারে হজ করতে যাচ্ছেন নওগাঁর ব্যবসায়ী গোলাম রাব্বানী। আজ উত্তরার আশকোনায় হজ ক্যাম্পে তার সঙ্গে কথা হয়। তিনি গণমাধ্যমকে বলেন, "আমি ২০১১ সালে একবার হজ করেছিলাম। এখন স্ত্রীকে নিয়ে হজ করতে যাচ্ছি। সৌদি বিমানবন্দরে নামার পর যে অভিবাসন হতো, এখন তা দেশে হচ্ছে। কোনো দুর্ভোগ নেই। ভাল ব্যবস্থাপনা।

হজযাত্রীদের ব্যবস্থাপনায় উন্নতি দেখে হজ ক্যাম্পে স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছে একটি সংস্থা। রাসেল। তিনি গণমাধ্যমকে বলেন, হজ ব্যবস্থাপনায় অনেক ইতিবাচক পরিবর্তন এসেছে। কোনো সংস্থা প্রতারণা করলে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এতে ভোগান্তি অনেকটাই কমেছে।

হজযাত্রীদের ব্যবস্থাপনায় উন্নতি দেখে হজ ক্যাম্পে স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছে একটি সংস্থা। রাসেল। তিনি গণমাধ্যমকে বলেন, হজ ব্যবস্থাপনায় অনেক ইতিবাচক পরিবর্তন এসেছে। কোনো সংস্থা প্রতারণা করলে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এতে ভোগান্তি অনেকটাই কমেছে।

সরেজমিনে দেখা গেছে, সৌদি দূতাবাস বিমানবন্দরের ভেতরে ১০ ও ১১ নম্বর গেটকে আলাদা করে একটি বোর্ডিং ব্রিজ স্থাপন করেছে। সেখানে তীর্থযাত্রীদের অভিবাসনের জন্য ১৫টি বুথ স্থাপন করা হচ্ছে। তীর্থযাত্রীদের জন্য দুটি লাউঞ্জ এবং প্রার্থনার জায়গা রয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, হজ পালনের সুবিধার্থে অতিরিক্ত জনবল নিয়োগ করা হয়েছে। হজযাত্রা পরিচালনার সার্বক্ষণিক দায়িত্বে ১২৬ জন কর্মী রাখা হয়েছে। এছাড়াও হজ ক্যাম্পে চেক-ইন, লাগেজ বুকিং এবং হজযাত্রীদের অভিবাসনের জন্য তিনটি স্ক্রিনিং মেশিন এবং ১৭টি চেক-ইন কাউন্টার রাখা হয়েছে। হজ ক্যাম্প থেকে বিমানবন্দরে আনার জন্য ১২টি বাস রাখা হয়েছে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, হজযাত্রীরা যাতে হাসিমুখে হজে যেতে পারেন, সেজন্য তারা সম্ভাব্য সব ধরনের চেষ্টা করছেন। বিমানবন্দরে ২৪টি সরকারি সংস্থা কাজ করছে। তাদের নিয়ে অনেক উদ্যোগ নেওয়া হয়েছে।

শেয়ারনিউজ, ১৬ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে