ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

সরকারি খরচে হজে যাচ্ছেন বাম রাজনৈতিক দলের নেতাও

২০২৪ মে ১৬ ১৬:১২:৩৩
সরকারি খরচে হজে যাচ্ছেন বাম রাজনৈতিক দলের নেতাও

নিজস্ব প্রতিবেদক : চলতি বছর সরকারি খরচে হজে যাচ্ছেন ৭১ জন ব্যক্তি। যাদের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত সচিব, বর্তমান বিচারক, বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ ও সরকারি কর্মচারী। এতে সরকারের প্রায় তিন কোটি টাকা ব্যয় হবে।

সবচেয়ে আলোচনা বিষয় হল, তালিকায় রয়েছেন এক বাম রাজনৈতিক নেতা। তিনি হলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি ড. মঞ্জুরুল আহসান খান।

এই বছর যারা সরকারি খরচে হজে যাচ্ছেন তাদের নামে ইতোমধ্যে প্রজ্ঞাপন জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পাওয়া সাপেক্ষে তারা ৬ জুন সৌদি আরব যাবেন বলে জানা গেছে। আগামী ১০ জুলাই হজ শেষে দেশে ফেরার কথা রয়েছে তাদের।

এবার সরকারি খরচে হজে যাওয়া যাত্রীরা বিমান টিকিটের জন্য জমা দেবেন ১ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা। এছাড়া খাবারের জন্য প্রত্যেককে ৩৫ হাজার টাকা হজ অফিসে জমা দিতে হবে।

উল্লেখ্য, শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের দায়ে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টার পদ থেকে স্থায়ীভাবে বরখাস্ত হন মঞ্জুরুল আহসান খান।

শেয়ারনিউজ, ১৬ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে