ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

ঢাকায় কানাডাগামী বিমানের জরুরি অবতরণ

২০২৪ মে ১৫ ১০:০৩:১৪
ঢাকায় কানাডাগামী বিমানের জরুরি অবতরণ

নিজস্ব প্রতিবেদক : কানাডাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ওই বিমানে ২৮৪ জন যাত্রী ছিলেন।

মঙ্গলবার (১৪ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র এই তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, বিমানের টরন্টো ফ্লাইটটি (বিজি-৩০৫) আজ ভোর ৪টা ২ মিনিটে প্রথমে ঢাকা থেকে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে উড্ডয়ন করে। ইস্তাম্বুল থেকে তেল নিয়ে ফ্লাইটটি টরন্টো যেত।

তবে ভারতের লখনৌর আকাশে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে পাইলট দেশে ফেরার সিদ্ধান্ত নেন। সকাল পৌনে ৭টার দিকে ফ্লাইটটি ঢাকায় জরুরি অবতরণ করে।

পরে বেলা ১১টায় যাত্রীদের নিয়ে ফ্লাইটটি ফের ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা হয়। নির্ধারিত সময়ে ইস্তাম্বুলে অবতরণ করে কানাডার টরন্টোর উদ্দেশ্যে রওনা দেয় বিমান।

জানতে চাইলে বিমানের ব্যবস্থাপক (জনসংযোগ) মো. আল মাসুদ খান গণমাধ্যমকে বলেন, ফ্লাইটটি উড্ডয়নের পর পাইলট একটি ছোট কারিগরি ত্রুটি দেখতে পান।

এমন ত্রুটি চোখে আসলে তিনি ঝুঁকি নিতে চাননি। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেন ঢাকায় ফেরার।

শেয়ারনিউজ, ১৫ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে