ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

প্রবাসী বাংলাদেশি কারাবন্দীদের প্রকৃত সংখ্যা জানালেন ড. মোমেন

২০২৪ মে ১৪ ২২:২৭:০৫
প্রবাসী বাংলাদেশি কারাবন্দীদের প্রকৃত সংখ্যা জানালেন ড. মোমেন

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আবদুল মোমেন বলেছেন- 'বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের ১১ হাজারের বেশি প্রবাসী কারাবন্দি রয়েছে। এদের বেশির ভাগই সৌদি আরবে বন্দী। আমাদের প্রায় ৬ হাজার প্রবাসী সেখানে কারাগারে সাজা ভোগ করছেন। সৌদি আরবের পর কাতার ও কুয়ালালামপুরে সবচেয়ে বেশি বন্দি রয়েছে।

রোববার (১৪ মে) কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।

সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বলেন- ‘যেসব দেশের দূতাবাসে বাংলাদেশিরা বন্দি আছেন, তাদের প্রতি মাসে কয়েকবার কারাগার পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। তারা পরিদর্শন করে বন্দিদের তথ্য সংগ্রহ করবেন। তাদের দেশের বাইরে আনার জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’

এর আগে কমিটির সদস্যরা ড. মোমেনের নেতৃত্বে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প, ঘুমধুম ট্রানজিট ক্যাম্প ও খুরুশকুল আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। তিনি সরকারের কাছে সুপারিশ হিসেবে রোহিঙ্গা ক্যাম্পের সরেজমিন চিত্র তুলে ধরবেন। সেসব বিষয় সরকার পরে বিবেচনা করবে বলে মন্তব্য করেছেন ড. মোমেন।

এই সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন- ক্যাম্পে স্থানীয়রা ছাড়া যেসব এনজিও রোহিঙ্গাদের চাকরি দেবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারনিউজ, ১৪ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে