ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

এখনো ভিসা পাননি ৭ হাজারের বেশি হজযাত্রী

২০২৪ মে ১৪ ২২:১১:১৯
এখনো ভিসা পাননি ৭ হাজারের বেশি হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক : হজ ফ্লাইট শুরু হওয়ার পর বাংলাদেশ থেকে এ পর্যন্ত ১৫ হাজার ৫১৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। অন্যদিকে এখনো ভিসা নেই ৭ হাজার ৩৩৯ জনের।

মঙ্গলবার (১৪ মে) সকালে হজ পোর্টালে আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

তবে বেসরকারি হিসাবে এখনো ১০ হাজার ৩৫০ জন হজযাত্রীর ভিসা হয়নি। বাংলাদেশ থেকে ৩৯টি ফ্লাইটে সোমবার পর্যন্ত ১৫ হাজার ৫১৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৪৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১১ হাজার ৭৬৮ জন রয়েছেন। এখন পর্যন্ত ৭৪ হাজার ৮৯৭ জন হজযাত্রীর ভিসা হয়েছে।

এবার বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬২ এবং বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সির মাধ্যমে ৮০ হাজার ৬৯৫ জনসহ ৮৫ হাজার ২৫৭ জন হজ করতে যাচ্ছেন।সেই হিসাবে এখনো ১০ হাজার ৩৫০ জন হজযাত্রীর ভিসা হয়নি।

চট্টগ্রাম ব্যুরো জানায়, ৩৯৮ জন হজযাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে প্রথম ফ্লাইট ছেড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মঙ্গলবার ভোরে বিমানের ডেডিকেটেড হজ ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে মদিনার উদ্দেশে যাত্রা করে।

হজ ফ্লাইট উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিমানের পরিচালক (বিপণন ও বিক্রয়) মোহাম্মদ সালাউদ্দিন, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদসহ অন্য কর্মকর্তারা।

তাসলিম আহমেদ বলেন, ‘ভোর ৪টা ৬ মিনিটে হজযাত্রীদের নিয়ে বিমানের প্রথম ফ্লাইটটি যাত্রা করে। এতে ঢাকার ৪৬ জন এবং চট্টগ্রামের ৩৫৪ জন হজযাত্রী ছিলেন। পরে অসুস্থজনিত কারণে চট্টগ্রামের দুইজন যাত্রী যাত্রা বাতিল করেন।’

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেলা ব্যবস্থাপক মো. শাহাদাত হোসেন যুগান্তরকে বলেন, এ বছর হজযাত্রীদের জন্য চট্টগ্রাম থেকে সৌদি আরবে ২২টি সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এর মধ্যে ২০টি ফ্লাইট সরাসরি জেদ্দায় এবং দুটি ফ্লাইট মদিনায় যাবে। এসব ফ্লাইটে ৮ হাজার যাত্রী যাবেন হজে।’

শেয়ারনিউজ, ১৪ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে