ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

হজযাত্রীদের ভিসার মেয়াদ বাড়াতে সৌদি আরবের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

২০২৪ মে ১৩ ১৭:১১:১৮
হজযাত্রীদের ভিসার মেয়াদ বাড়াতে সৌদি আরবের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বাংলাদেশি নিবন্ধিত সব হজযাত্রীদের ভিসার মেয়াদ বাড়ানোর জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, সময় বাড়ানো হলে ভিসা জটিলতায় আটকে থাকা সবাই পবিত্র হজ পালন করতে পারবেন।

সোমবার (১৩ মে) গণভবনে প্রধানমন্ত্রী বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলানের সাথে এক সৌজন্য সাক্ষাতে এই কথা বলেন প্রধানমন্ত্রী।

গণভবনে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্যের লেখক ড. নজরুল ইসলাম বলেন, বিভিন্ন জটিলতায় সৌদি আরব থেকে এখনো ১০ হাজারের বেশি হজযাত্রী ভিসা পাননি। তাদের ভিসা জটিলতা নিরসনের জন্য সৌদি সরকারকে বলা হয়েছে।

জবাবে সৌদি রাষ্ট্রদূত বলেন, যেসব হজযাত্রী এখনো হজ পালনের জন্য ভিসা পাননি তাদের ভিসা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

শেয়ারনিউজ, ১৩ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে